Shojirul123 Subscriber 2 years ago |
একটি সুন্দর ঘটনা
প্রথম দিন মাদ্রাসার শিক্ষক তাকে একটি আয়াত শিখালেন।
আয়াতটি হলোঃ বিসমিল্লাহির রহমানির রহিম।
(পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি।)
মাদ্রাসা থেকে বারিতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রি ছেলেকে নিয়ে স্বামির কবরে জিয়ারত করতে গেলেন।
ছেলেকে বাবার কবরের কাছে পাঠিয়ে বললেন,,,,
_অই যে তোমার বাবার কবর। অইখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে।
(মাদ্রাসায় পরা শিশুরা প্রায়ই তাদের শিখানো দোয়া বা আয়াত এমনি এমনি পরতে থাকে)
এতো ছোট্ট শিশু কিভাবে দোয়া করতে হয় তার কিছুই জানে না।
কিন্তু মাদ্রাসায় শিখানো জিবনের প্রথম আয়াতখানা বারবার তিলাওয়াত করতে লাগলো।
অই ছোট্ট মুখের তিলাওয়াতের এত শক্তি!!
যা আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌছে গেল।
মহানআল্লাহ তায়ালা আজাবের ফেরেস্তাদের বল্লেন,
–এই মুহুর্তে অই কবরবাসির আজাব বন্ধ করে দাও।
ফেরেস্তারা বল্লোঃ হে দয়াময় পরয়ারদিগার, এই লোকের আমলনামায় কি এমন পুন্য পাওয়া গেল?
যে তার জন্য নিরধারিত কঠিন আজাব মাফ হয়ে গেল?
মহান আল্লাহ বলেন,,,ফেরেস্তাগন শুন! অই কবরের উপর একটা অবুঝ শিশু বারবার তিলাওয়াত করছে,"বিসমিল্লাহির রাহমানির রাহিম।"
তিলাওয়াতকারি এই কবরবাসির ওয়ারিস।তার অবুঝ সন্তান। সে সাক্ষ্য দিচ্ছে "আল্লাহ রাহমানুর রাহিম!! আল্লাহ পরম দয়ালু!!
যদি আমি কবরবাসিকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু!!!
(সুবহান আল্লাহ)
Alert message goes here